কোটা প্রথা সংস্কার দাবিতে র‌্যালি

  17-02-2018 03:45PM


পিএনএস ডেস্ক: কোটা প্রথা সংস্কার দাবিতে র‌্যালি আয়োজন করেছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।’ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ র‌্যালির আয়োজন করে সংঠনটি।

সরকারী নিয়োগে কোটা ব্যবস্থা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কম বেশি বিদ্যমান ছিল। কিন্তু দেশের শিক্ষার হার বেড়ে যাওয়ার পাশাপাশি শিক্ষিত বেকারের পরিমাণ বেড়ে যাওয়াসহ চাকরিতে নিয়োগের বয়সসীমা ৩০ বছরেই আটকে দেওয়ায় বিদ্যমান কোটা ব্যবস্থা সাধারণ মেধাবী ছাত্রদের জন্য হয়ে উঠেছে চরম হতাশার নাম।

তাই বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারে গত চার পাঁচ বছর ধরেই চলে আসছে বিক্ষোভ কর্মসূচি। ২০১৭ সালেও কোটা সংস্কারে অনেক আন্দোলন হয়েছে। আন্দোলন বিদ্যমান ২০১৮ সালেও।

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, কোটা সংস্কারে গত কয়েকে মাস ধরে ব্যাপক আন্দোলন কর্মসূচি পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় শনিবার শতাধিক ছাত্রের উপস্থিতিতে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ একটি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে যার মধ্যে অধিকাংশই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

র্যালি শেষে বক্তব্য দানকালে আন্দোলনকারী ছাত্ররা বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) সহ দেশের সকল সরকারী নিয়োগ পরীক্ষায় বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারে ‘বাংলাদেশ সাদারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ নেতৃত্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামী বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে।

উল্লেখ্য, বর্তমানে সরকারী নিয়োগে শতকরা ৪৪ জন মেধায় নিয়োগ পান। বাকি ৫৬ জন নিয়োগ পান কোটার মাধ্যমে। কোটার এই মাত্রাতিরিক্ত পরিমান বিশ্বের খুব দেশেই চালু আছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন