পবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত

  03-03-2018 04:25PM

পিএনএস, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ০৩ মার্চ সকাল সাড়ে ১০টায় Horticultural Interventions at PSTU and Challenges Ahead’ শিরোনাম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন পবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ।

সেমিনারে বিভিন্ন গবেষণার উপরে আলোচনায় অংশগ্রহণ করেন প্রফেসর ড. মাহবুব রব্বানী, প্রফেসর ড. মোঃ গোলাম রব্বানী আকন্দ, প্রফেসর ড. মোঃ ফখরুল হাসান, রোজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৪০ জন প্রফেসর উপস্থিত ছিলেন ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন