কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করলেন ঢাবি ভিসি

  11-04-2018 01:44PM


পিএনএস ডেস্ক: ‘সরকারি চাকরিতে নিয়োগে প্রচলিত কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমর্থন রয়েছে’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

বুধবার ১২টার দিকে ভিসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি যৌক্তিক। তাদের এই দাবি দ্রুত বাস্তবায়ন করা হোক।

এসময় তিনি সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে সড়ক অবরোধ করছে উল্লেখ করে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে কোটা সংস্কারে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)কে বলেছি কোনো বাড়াবাড়ি যেন না হয় আন্দোলনকারীদের সাথে।

তিনি বলেন, শিক্ষার্থীরা কষ্টে আছে। তাদের যৌক্তিকভাবে দাবি মূল্যায়ন করা হোক। দাবি আদায় হলেই কেবল শিক্ষার্থীরা ঘরে ফিরতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভিসি বলেন, আমি নিরাপত্তাহীনতায় নেই। কোনো শিক্ষার্থী হামলা চালিয়ে থাকতে পারে। আবার শিক্ষার্থীরাই আমাকে রক্ষা করেছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝেই আমি নিরাপদ।

ভিসি বলেন, কোটা সংস্কারের এ দাবি সরকারের ওপর মহলে জানিয়েছি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন