জাবির ৯ আবাসিক হলে নতুন প্রভোস্ট

  12-04-2018 12:41AM



পিএনএস ডেস্ক: প্রভোস্টদের মেয়াদ শেষ হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৯ আবাসিক হলে সাময়িকভাবে নতুন প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তরা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে সুবিধা পাবেন।

অফিস আদেশ সূত্রে জানা যায়, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. মুজিবুর রহমানকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, আইবিএ-জেইউ এর অধ্যাপক মো. মোতাহার হোসেনকে বেগম সুফিয়া কামাল হল, সরকার ও রাজনীতির অধ্যাপক বশির আহমেদকে শেখ হাসিনা হল, ইতিহাসের অধ্যাপক এটিএম আতিকুর রহমানকে ফজিলাতুন্নেসা হল, প্রাণ রসায়ণ ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক সোহেল আহমেদকে শহীদ রফিক জব্বার হল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো. আবদুল্লাহ হেল কাফীকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে, মাইক্রোবায়োলজির অধ্যাপক আলী আজম তালুকদারকে শহীদ সালাম বরকত হল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগল কৃষ্ণ দাসকে জাহানারা ইমাম হল ও মার্কেটিংয়ের সহযোগী অধ্যাপক নিগার সুলতানাকে নওয়াব ফয়জুন্নেসা হলে সাময়িকভাবে নিয়োগ দেয়া হয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন