ইবিতে ৩ দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

  14-04-2018 09:36PM

পিএনএস : ‘বাংলা নববর্ষ-১৪২৫’ উপলক্ষে তিন দিনব্যাপী বৈশাখী উৎসবের আয়োজন করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

আজ শনিবার সকাল ১০টায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

উদ্বোধনকালে প্রধান উপাচার্য বলেন, ‘পয়লা বৈশাখ হচ্ছে বাঙালি সংস্কৃতির প্রাণের উৎসব, যেখানে নেই কোনো ভেদাভেদ ও বিভাজন। সমাজ ও সভ্যতার বিনাশ সৃষ্টিকারী অপসংস্কৃতির কারণে যেন আমাদের দেশীয় সংস্কৃতির চরম ক্ষতি সাধন না হয় সেদিকে আমাদের সকলকেই খেয়াল রাখতে হবে।’

তিন দিনব্যাপি এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। একইসঙ্গে আগামী তিন দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বৈশাখী ও বিজ্ঞান মেলা চলবে। বিভিন্ন বিভাগ, আবাসিক হল ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এবারের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমানের সভাপতিত্বে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল ও সহকারী অধ্যাপক তিয়াশা চাকমা।

এসময় উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. সেলিম তোহাসহ আরও অনেকে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন