ঢাবি থেকেও এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার

  18-04-2018 05:31PM

পিএনএস ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন চলাকালে আন্দোলনকারী ছাত্রীদের নির্যাতনের অভিযোগে বহিষ্কৃত কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইসরাত জাহান এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল রাতে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ায় হলের এক সাধারণ ছাত্রীকে রুমে ডেকে নিয়ে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ ওঠে এশার বিরুদ্ধে। ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে হলের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে এশাকে অবরুদ্ধ করে রাখেন এবং তাঁর বিচার দাবি করেন। একপর্যায়ে হলের প্রাধ্যক্ষ ও হাউস টিউটরদের সামনেই এশার গলায় জুতার মালা পরিয়ে দেন হলের ছাত্রীরা।

ওই রাতেই এশাকে হল ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ঘোষণা দেন উপাচার্য ড. আখতারুজ্জামান। এ ছাড়া সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ছাত্রলীগ থেকেও এশাকে বহিষ্কার করা হয়।

কিন্তু ঘটনার তিন দিন পর ১৩ এপ্রিল আবার ইফফাত জাহান এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ছাত্রলীগ।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন