এবার মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

  06-05-2018 01:42PM

পিএনএস ডেস্ক : এবার মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ১০ বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এসময় শিক্ষামন্ত্রী জানান, মাদ্রাসা বোর্ডে দুই লাখ ৮৬ হাজার ২০৬ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৬ দশমিক ২০ শতাংশ। তবে পাসের হার কমলেও এবার এই বোর্ড জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ শিক্ষা বোর্ডে গড়ে পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। গতবারের চেয়ে এবার পাসের হার কমেছে। গতবার পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ২ দশমিক ৫৮ শতাংশ পয়েন্ট কমেছে।

এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। যা গতবারের চেয়ে বেড়েছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ চার হাজার ৭৬১ জন। ফলে এর সংখ্যা বেড়েছে ৫ হাজার ৮৬৮ জন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন