জবি প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

  06-05-2018 03:18PM

পিএনএস, জবি : অপসারণ হওয়া শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদকে তার অভিযোগের বিষয়ে আবেদন করতে বলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আন্দোলন প্রত্যাহার করেছে সেখানকার শিক্ষার্থীরা।

গবেষণা প্রবন্ধ জালিয়াতির অভিযোগ এনে গত ২৬ এপ্রিল নাসির উদ্দিন আহমদকে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অপসারণের প্রতিবাদে ও তাকে স্বপদে বহালের দাবিতে ১ মে থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করে আসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন দেওয়ার কারণে তাকে অপসারণ করা হয়েছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন