রাবি শিক্ষক রেজাউল করিম হত্যাকান্ডে সুষ্ঠু বিচার দাবি

  06-05-2018 06:30PM

পিএনএস, রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকান্ডে সুষ্ঠু বিচার দাবি করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তাঁরা এ দাবি জানান। আগামী ৮ মে চাঞ্চল্যকর এ হত্যাকান্ডে বিচারের রায় ঘোষিত হবে।

সমাবেশে ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম মাসউদ আখতার বলেন, ‘এ সময় এসে আমাদের শিক্ষর্থীদের মধ্যে থেকে এক ধরনের উগ্রবাদ তৈরি হয়েছে। তবে শিক্ষার্থীদেরকে এ সকল কর্মকা- থেকে বিরত রাখার চেষ্টা চালাতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হবে।’

এর আগে বিভাগের সামনে থেকে মৌন মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। মিছিলে দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন