রাবিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রকলা শীর্ষক বক্তৃতা

  07-05-2018 06:44PM

পিএনএস, রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) আয়োজনে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রকলা’ শীর্ষক এক বক্তৃতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় আইবিএসের সেমিনার কক্ষে এ বক্তৃতা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক স্বরোচিষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। এতে প্রধান বক্তা ছিলেন চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক আবু তাহের।

অনুষ্ঠানের বক্তরা বলেন, মুক্তিযুদ্ধকালীন মানুষের দুঃখ, কষ্ট, নৃশংসতা, আত্মত্যাগ ও সংগ্রামের যে চিত্র আঁকা হয়েছে তা দেখে তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে। ফলে তরণ প্রজন্ম আমাদের অর্জিত স্বাধীনতা রক্ষায় সচেতন হবে। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনাকে া বুকে ধারন করে এগিয়ে যাবে বাংলাদেশকে তারা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন