রুয়েট ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

  09-05-2018 08:34AM


পিএনএস, রাবি প্রতিনিধি: পূর্ব সংঘর্ষের ঘটনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগের দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপুর অনুসারী রাফির সঙ্গে সভাপিত নাইম রহমান নিবিড়ের অনুসারীদের বাকবিত-ের ঘটনা ঘটে। পরে সন্ধ্যার দিকে সভাপতির অনুসারীদের পেয়ে সাধারণ সম্পাদকের অনুসারীরা ধাওয়া দিলে সভাপতি গ্রুপের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থান নেয়। এ সময় সাধারণ সম্পাদক গ্রুপের নেতা-কর্মীরাও ওই হলের সামনে অবস্থান নেয়।

এ বিষয়ে রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান তপু বলেন, ‘ধাওয়া-পাল্টা ধাওয়ার কোনো ঘটনাই ঘটেনি। আমার নেতা-কর্মীরা সভাপতি গ্রুপের সাথে কথা বলতে গিয়েছিলো।

রুয়েটের সহকারী ছাত্রকল্যাণ পরিচালক সিদ্ধার্থ শংকর সাহা বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে ছাত্রলীগের দু’পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছিলো । হলের সামনে ও ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।’

জানতে চাইলে মতিহার থানার ওসি তদন্ত মাহবুব আলম বলেন ‘দুই গ্রুপের মধ্যে সমস্যা হয়েছিল। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এর আগে গত ৯ মার্চ দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়। দু’দিন আগে রোববার কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন