রাবিতে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে মানববন্ধন

  12-05-2018 02:11PM

পিএনএস, রাবি প্রতিনিধি: ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে অনলাইন ভিত্তিক সচেতনতামূলক গ্রুপ ‘কথোপকোথন’। শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী রকিবুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শামীম শাহরিয়ার, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিতান, অনন্ত, শারমিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। এর একমাত্র কারণ হলো ধর্ষকদের যথাযথ শাস্তি না হওয়া। সমাজের কতিপয় কিছু প্রভাবশালী লোকের প্রশ্রয়ে ধর্ষকদের তেমন কোন শাস্তি হয় না। ফলে দিন দিন ধর্ষণের মতো সমাজঘৃণ্য কাজ দিন দিন বেড়ে চলছে। ধর্ষণ এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ ব্যাধি থেকে দুই বছরে শিশুরাও মুক্তি পাচ্ছে না। সরকার যদি ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করে তাহলে এ ধরনের অপরাধ বন্ধ করা যেতে পারে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন