দেশের উন্নয়ন এখন কাগজে কলমে সীমাবদ্ধ নেই: রাবি উপাচার্য

  14-05-2018 03:33PM

পিএনএস, রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর থেকেই দেশের উন্নয়নে নতুন মাত্রা যোগ হয়েছে। এই উন্নয়ন এখন আর কাগজে-কলমে সীমাবদ্ধ নেই। কৃষি, শিক্ষা-গবেষণা, শিল্প, প্রযুক্তিসহ সকল ক্ষেত্রেই বাংলাদেশ এখন ভাল অবস্থানে রয়েছে।’

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিশ^বিদ্যালয় আয়োজিত আনন্দ শোভাযাত্রা পূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অব্দুস সোবহান বলেন, ‘বাংলাদেশ এখন বিভিন্ন সূচকে ভারতের চেয়েও অনেক এগিয়ে আছে। আজকে যে স্যাটেলাইট উৎক্ষেপণ তা আমাদের জন্য অত্যন্ত গর্বের। প্রথমবার এই স্যাটেলাইট উৎক্ষেপণে কিছু ত্রুটি হয়েছিল। এতে অনেকেই সমালোচনা করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী তার কর্মকান্ডের মাধ্যমে এসব সমালোচনার জবাব দিয়েছেন।’

পরে সকাল ১১টার দিকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ^বিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে এসে শেষ হয়। এতে বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই সহ্রাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন