রমজান ও সেশনজট বিবেচনায় পরীক্ষা বর্জন কর্মসূচি বাতিল

  19-05-2018 02:04PM

পিএনএস ডেস্ক:রমজান ও সেশনজট বিবেচনায় রেখে কোটা বাতিল-সংক্রান্ত ঘোষণা প্রজ্ঞাপন আকারে জারির দাবিতে ডাকা পরীক্ষা বর্জন কর্মসূচির সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। তবে ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এর আগে সোমবার (১৪ মে) শাহবাগের অবরোধ স্থগিত করে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর।

একদিন পর মঙ্গলবার (১৫ মে) দুপুরে হাসান আল মামুন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কোটা বাতিলের প্রজ্ঞাপন চেয়ে চলমান ছাত্র ধর্মঘটে পরীক্ষা বর্জন না করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। শনিবার সংবাদ সম্মেলনে পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত করার সেই ঘোষণাই দিলেন তিনি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন