রাশেদের মুক্তির দাবিতে কালো কাপড় বেঁধে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ

  08-07-2018 04:04PM

পিএনএস ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনকারী রাশেদ খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগ। রাশেদ এ বিভাগের এমবিএ এর ছাত্র ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক।

রবিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে মানববন্ধন করে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধনে রাশেদসহ অন্য ছাত্রদের অবিলম্বে মুক্তি দাবি এবং অধিকার আদায়ের আন্দোলনে সন্ত্রাসীদের মতো হামলা চালিয়ে নির্বিচারে আটকের প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল রাশেদ খান। কিন্তু সরকার তাদের এ যৌক্তিক আন্দোলনকে ব্যাহত করে দেয়। সরকারদলীয় সংগঠন (ছাত্রলীগ) আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ আন্দোলনের নেতৃত্বে থাকা রাশেদ খানসহ অন্যদের গ্রেফতার করে পুলিশ। পরে তাদের রিমান্ডে নেয়। তারা রাশেদসহ গ্রেফতার হওয়া সবার দ্রুত মুক্তির দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা ফেস্টুন প্রদর্শন করেন। তাতে লেখা ছিল- ‘চাইতে গিয়ে অধিকার সইব সব অত্যাচার’, ‘চারিদিকে রব উঠাও আমার ভাইদের মুক্তি দাও’, ‘আর নয় অনাচার এবার চাই অধিকার’, ‘মিথ্যা মামলা প্রত্যাহার করো’, ‘রাশেদ ছাড়া ক্লাসে ফিরব না’ ইত্যাদি।

এদিকে, অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে ব্যবসায় শিক্ষা অনুষ‌দের শিক্ষার্থীরা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন