পাইকগাছায় এইচএসসি পরীক্ষায় পাশের হার হ্রাস

  19-07-2018 09:01PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যশোর বোর্ডের অধীন খুলনার পাইকগাছা উপজেলার ১১টি কলেজে এ বছর গড় পাশের হার ৫৫.১২%। গতবার এ হার ছিল ৬৭.২৬% এবং তার আগের বছর ছিল ৮৫.৬৭%। গত বছরের মত এবছরও উপজেলায় সর্বোচ্চ পাশের হার আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েটে ৮১.৭% এবং সর্বনিম্ন পাশের হার পাইকগাছা কলেজে ২৪.৭৫%। এছাড়া চাঁদখালী কলেজে পাশের হার ৮১.৪১%, হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজ ৭৯.১৭%, কপিলমুনি কলেজ ৬০.৭৫%, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির ৫৯.৬১%, লক্ষ্মীখোলা কলেজিয়েট ৫৫.০৬%, ফসিয়ার রহমান মহিলা কলেজ ৪৭.৫৫%, সরদার আবু হোসেন কলেজ ৪৪.১২%, কালীনগর কলেজ ৪০.৪% এবং শহীদ আয়ুব ও মূসা মোমারিয়াল কলেজ ৩১.৮৬%।

উপজেলার ১১টি কলেজের মধ্যে ৬টি কলেজ থেকে ‘এ’ প্লাস পেয়েছে ২১ জন। আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট থেকে ১২ জন, ফসিয়ার রহমান মহিলা কলেজ থেকে ৩ জন, কপিলমুনি কলেজ থেকে ২ জন, হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজ থেকে ২ জন, পাইকগাছা কলেজ থেকে ১ জন এবং লক্ষ্মীখোলা কলেজিয়েট থেকে ১ জন ‘এ’ প্লাস পেয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন