কিশোরগঞ্জের জিপিএ-৫ এগিয়ে সরকারি গুরুদয়াল কলেজ

  20-07-2018 03:48PM

পিএনএস, কিশোরগঞ্জ থেকে সংবাদদাতা : গতকাল ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জের ১১টি কলেজ থেকে ১১১জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে জেলায় সবচেয়ে ভাল ফল অর্জন করেছে সরকারি গুরুদয়াল কলেজ। কলেজটিতে ১ জিপিএ-৫ পেয়েছে ৮৬ জন। হাজার ৮৩৩জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ হাজার ৩৯৮ জন, পাশের হার শতকরা প্রায় ৭৬.২৭ ভাগ।

সরকারি গুরুদয়াল কলেজ ছাড়া জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাজিতপুর আফতাব উদ্দিন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ৭জন। ১৩৪জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১২৭জন, পাশের হার শতকরা প্রায় ৯৫ভাগ। ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজে জিপিএ-৫ পেয়েছে ৪জন। ৮১১জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬০২জন, পাশের হার শতকরা ৭৪ ভাগ। ভৈরবের জিল্লুর রহমান মহিলা কলেজে জিপিএ-৫ পেয়েছে ৩জন। ৮৭৮জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৭১জন, পাশের হার শতকরা প্রায় ৬৫ভাগ। বাজিতপুর কলেজে জিপিএ-৫ পেয়েছে ৩ জন। এক হাজার ৫৮জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬০৬জন, পাশের হার শতকরা প্রায় ৫৭ভাগ। করিমগঞ্জ কলেজে জিপিএ-৫ পেয়েছে ২ জন। এক হাজার ৭৫জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫১৫জন, পাশের হার শতকরা প্রায় ৪৮ভাগ। ভৈরব হাজী আসমত কলেজে জিপিএ-৫ পেয়েছে ২ জন। এক হাজার ৮৮জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫১৮জন, পাশের হার শতকরা প্রায় ৪৮ ভাগ। কটিয়াদী কলেজে জিপিএ-৫ পেয়েছে এক জন। ৭১১জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৪৬জন, পাশের হার শতকরা প্রায় ৭৭ ভাগ। এসআরডি শামছ উদ্দিন ভূঁইয়া কলেজে জিপিএ-৫ পেয়েছে এক জন। ১৩৯জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯৮জন, পাশের হার শতকরা ৭১ ভাগ। কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজে জিপিএ-৫ পেয়েছে এক জন। ৫২৬জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৩৫জন, পাশের হার শতকরা প্রায় ৬৪ ভাগ। হোসেনপুর মডেল পাইলট স্কুল এন্ড কলেজে জিপিএ-৫ পেয়েছে এক জন। ৩৭৭জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২১৭জন, পাশের হার শতকরা প্রায় ৫৮ ভাগ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন