রাবিতে বার্ষিক নাট্যসপ্তাহ শুরু ২৯ জুলাই

  26-07-2018 09:01PM

পিএনএস, রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নাট্যকলা বিভাগের আয়োজনে ‘বার্ষিক নাট্যসপ্তাহ-২০১৮’ শুরু হচ্ছে আগামী ২৯ জুলাই। চলবে ৩ অগাস্ট পর্যন্ত। নাট্যকলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে এ নাট্যসপ্তাহের আয়োজন করা হয়েছে।

নাট্যকলা বিভাগের সভাপতি ড. আতাউর রহমান জানান, বিভাগের এমপিএ শ্রেণির শিক্ষার্থীদের নির্দেশনা ও প্রযোজনায় এ নাট্যসপ্তাহের আয়োজন করা হয়েছে। ৫দিন ব্যাপী আয়োজনে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫টি নাটক মঞ্চস্থ হবে। তবে ৩০ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে কারণে ওই দিন নাট্যপ্রদর্শনী হবে না।

আয়োজক সূত্রে জানা যায়, নাট্যসপ্তাহে ৫টি নাটক প্রদর্শিত হবে। নাট্যসপ্তাহের প্রথম দিন ২৯ জুলাই প্রদর্শিত হবে মো, তারিক জোবায়েতের নির্দেশনায় নাট্যকার জিয়া হায়দারের নাটক ‘শুভ্রা সুন্দর কল্যাণী আনন্দ। দ্বিতীয় দিন ৩১ জুলাই প্রদর্শিত হবে সৈয়দ আশরাফুল হকের নির্দেশনায় মোহিত চট্রোপাধ্যায়ের নাটক নিষাদ।

তৃতীয় দিন ১ আগস্ট মঞ্চস্থ হবে বুদ্ধদেব বসুর নাটক তপস্বী ও তরঙ্গিনী। নাটকটি নির্দেশনা দিয়েছেন মহিন্দ্রনাথ রায়। অনুষ্ঠানের চতুর্থ দিন ২ আগস্ট তারক নাথ দাশের নির্দেশনায় নাটক ‘শাইলক ও সিকোফ্যান্টস’ মঞ্চায়ন করা হবে। নাট্যকার শাহাযাদা ফিরদাউসের নাটকটির নাট্যরূপ দিয়েছেন হাসান শাহরিয়ার। নাট্যসপ্তাহের শেষ দিন ৩ আগস্ট প্রদর্শিত হবে মো. ইমরুল আসাদের নির্দেশনায় নাট্যকার অপু শহীদের নাটক ইশ্বরপাঠ।

প্রতিদিন সন্ধ্যা সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখনঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিটি নাটকের টিকিট পাওয়া যাবে সিরাজী ভবনের সামনে এবং টিএসসিসির সামনে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন