ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ডেকেছে শিক্ষামন্ত্রী

  05-08-2018 03:44PM

পিএনএস ডেস্ক : নিরাপদ সড়কের দাবিতে টানা অষ্টম দিনের মত শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেওয়ায় ঢাকা মহানগরীর সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধানদের নিয়ে জরুরি সভায় বসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তাদের ডাকা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আফরাজুর রহমান।

তিনি জানান, রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে রোববার বিকেলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে বসবেন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ শীর্ষ কর্মকর্তারা।

আফরাজুর জানান, এদিন বিকেল ৩টায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান এবং বিকেল ৫টায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক হবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন