ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবিসাসের নিন্দা

  06-08-2018 03:54PM

পিএনএস, রাবি প্রতিনিধি : রাজধানীতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। সোমবার সকালে এক যৌথ বিবৃতিতে রাবিসাসের সভাপতি ছালেকীন আহমেদ ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহিদ এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ন্যাক্কারজনক। যেখানে নিরাপত্তার জন্য আন্দোলন চলছে, সেখানে এ ধরনের হামলা সত্যিই দুঃখজনক। এ হামলার ঘটনা নিরাপত্তা দিতে প্রশাসনের ব্যর্থতাকে আরও স্পষ্ট করে। আমরা এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।’

বিবৃতিতে তারা আরও বলেন, ‘সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে বাধা। বিচারহীনতার সংস্কৃতি-ই এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। তাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, রোববার বেলা ২টার দিকে ধানমন্ডির ১ নম্বর সড়কে (সায়েন্স ল্যাবরেটরি মোড়) লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসহ সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। হামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আহমেদ দীপ্ত, এসোসিয়েটেড প্রেসের (এপি) ফটো সাংবাদিক এ এম আহাদ, দৈনিক ‘বণিক বার্তা’র পলাশ শিকদার ও ফ্রিল্যান্স ফটোসাংবাদিক রাহাত করিম, দৈনিক জনকণ্ঠের জাওয়াদ, প্রথম আলোর সিনিয়র ফটোগ্রাফার সাজিদ হোসেন, অনলাইন নিউজ পোর্টাল বিডিমর্নিংয়ের আবু সুফিয়ান জুয়েল, চ্যানেল আইয়ের সামিয়া রহমান, মারজুক হাসান, হাসান জুবায়ের ও এন কায়ের হাসিন আহত হন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন