শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন অব্যাহত

  07-08-2018 03:26PM

পিএনএস, রাবি প্রতিনিধি : নিরাপদ সড়কের দাবিতে ঢাকা সহ সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তৃতীয় দিনের মতো মানববন্ধন, মৌন মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

গত দুই দিনের মতো আজও বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সামনে থেকে‘ নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।

মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমবেশ থেকে আগামীকাল মোম প্রজ্জ্বলনের ঘোষণা দেওয়া হয়।

এর আগে বেলা সাড়ে ১১ টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীরা। পরে তারা এক মৌন মিছিল বের করে তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন