গুজব ছড়ানোর অভিযোগে বুয়েট ছাত্রকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

  08-08-2018 05:21PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্রকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ১৫তম ব্যাচের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের ওই শিক্ষার্থীর নাম মো. দাঈয়ান নাফিস প্রধান। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ফেসবুকে লেখালেখি এবং আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করার জেরে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ছাত্রলীগ তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়। তার সহপাঠীরা জানান, মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ২০-২৫টি মোটরসাইকেলে করে বুয়েটের শেরেবাংলা হলে প্রবেশ করেন।

সেখানে তারা বুয়েট শিক্ষার্থী দাঈয়ানকে মারধর করে পুলিশের কাছে তুলে দেন। এ ব্যাপারে চকবাজার থানার ওসি (অপারেশন) ইন্সপেক্টর কামরুল হাসান বলেন, মঙ্গলবার রাতে বুয়েটের এক শিক্ষার্থীকে আন্দোলন নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে থানায় সোপর্দ করা হয়।

বিষয়টি তদন্তে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে তাকে জিজ্ঞাসাবাদ করছে। বিস্তারিত পরে জানা যাবে বলে জানান তিনি।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন