ছয় দফা দাবি জানিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা রাবি শিক্ষার্থীদের

  09-08-2018 04:32PM

পিএনএস, রাবি প্রতিনিধি : আলোকচিত্রী শহীদুল আলমের রিমান্ড বাতিল করে নিঃশর্ত মুক্তিসহ ৬ দফা দাবি জানিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থী’। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তারা এসব দাবি জানান।

তাদের দাবিগুলো হলো, নিরাপদ সড়ক নিশ্চিত করতে নৌ মন্ত্রীর পদত্যাগসহ কিশোরদের চলমান আন্দোলনের দাবিসমূহ বাস্তবায়ন, শিক্ষর্থীদের ওপর বর্বরোচিত হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার, আলোকচিত্রী শহীদুল আলমের রিমান্ড বাতিলসহ নি:শর্ত মুক্তি, হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, চালক-স্টাফদের প্রশিক্ষণ ও শ্রমঘন্টা এবং বেতন কাঠামো নির্ধারণ, সড়ক দুর্ঘটনায় আহতদেও চিকিৎসার ব্যয়ভার রাষ্ট্রকে নিতে হবে।

সংবাদ সম্মেলনে থেকে তারা দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে চলমান আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফন্টের সাধারণ সম্পাদক আল আমীন প্রধান তারেক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাদীরা রুম্মান, চারুকলা অনুষদের শাকিলা খাতুন, আফরুকুন্নাহার তানিয়া, সমাজকর্ম বিভাগের আরিফুল ইসলাম প্রমুখ।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন