রাবিতে ‘আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি'র যাত্রা শুরু

  11-08-2018 04:15PM

পিএনএস, রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন সংগঠন ‘আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি - ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার অব ইউনিভার্সিটি অব রাজশাহী' যাত্রা শুরু করেছে। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্সে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে সংঠনটির যাত্রা শুরু করে।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘ইউজিসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিভাগ খোলার অনুমোদন দিয়েছে অনেক আগে । তবে জায়গার অভাবে এটা এখনও চালু করা যায়নি। আশা করছি,আগামী দুই-এক বছরের মধ্যেই এই বিভাগের কার্যক্রম শুরু হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক বলেন, ‘অন্যের থেকে ধার করা প্রযুক্তি দিয়ে বেশিদূর এগুনো যায় না। যখন আমাদের নিজেদেরও মৌলিক কিছু কাজ থাকতে হবে। তখন উন্নত দেশগুলোও আমাদের সাথে জ্ঞান বিনিময়ে এগিয়ে আসবে। এজন্য আমাদের এখন অন্যতম সম্বল হলো পরিশ্রম। যার মধ্যদিয়ে আমরা অদূর ভবিষ্যতে এগিয়ে যেতে পারব।

সংগঠনের সভাপতি মেহেদী হাসান জয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক এম খলিলুর রহমান খান, কৃষি অনুষদের ডীন অধ্যাপক সালেহা জেসমিন এবং কৃষি গবেষণা ফাউন্ডেশনের পরিচালক কাজী এম কামারুদ্দীনসহ প্রমুখ।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন