রাবিতে রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

  11-08-2018 06:27PM

পিএনএস, রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন সেভ দ্য ন্যাচার অ্যান্ড লাইফ এবং বেটার ন্যাচার অ্যান্ড সোসাইটির সহযোগিতায় শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ কর্মসূচির আওতায় সংগঠনের সদস্যরা নবাব আব্দুল লতিফ হলের পাশে বিভিন্ন ফলদ ও ওষধি জাতের একশ দশটি বৃক্ষের চারা রোপণ করেন।

এর আগে সকাল ১০টায় হলের মাঠে বৃক্ষরোপণ ও এর প্রয়োজনীয়তা বিষয়ক এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সেভ দ্য ন্যাচার অ্যান্ড লাইফ এর সভাপতি মো. মিজানুর রহমান, রোটার্যা ক্ট ক্লাবের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক সাদেকুল আরেফিন (মাতিন), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মামুন আব্দুল কাইয়ুম প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন