রাবিতে ভূ-বিজ্ঞান ও পরিবেশ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

  08-09-2018 03:32PM

পিএনএস, রাবি সংবাদদাতা : বিশ্বের বিভিন্ন দেশের ভূমি ও পরিবেশ বিজ্ঞানীদের মধ্যে বৈজ্ঞানিক জ্ঞানকে আদান-প্রদানে লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ভূ-বিজ্ঞান ও পরিবেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। শনিবার সকালে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড.আনন্দ কুমার সাহা।

হায়ার এডুকেশন কোয়ালিটি এনহান্সমেন্ট প্রজেক্টের (হেকেপ) সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ এ সম্মেলনের আয়োজন করে।

ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক খন্দকার ইকরামুল হকের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মো. নজরুল ইসলাম।

সম্মেলনে প্রথম দিনে উদ্ধোধনী সেশন ছাড়াও তিনটি টেকনিক্যাল সেশন এবং সম্মেলনের শেষ দিনে ৫টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশ ছাড়াও জাপান, ভারত ও মালয়েশিয়াসহ আরও কয়েকটি দেশের সংশ্লিষ্ট ক্ষেত্রের ছাত্র, শিক্ষক, গবেষক অংশ নেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন