ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ২

  28-09-2018 02:20PM

পিএনএস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার সময় জালিয়াতি করায় দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আটক দুইজন হলেন- ভর্তিচ্ছু হৃদয় জামান ও ঢাবির বহিষ্কৃত ছাত্র সাদমান।

এর আগে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৮৪টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালযের তথ্য অনুযায়ী, এ বছর ১ হাজার ৭৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৮১ হাজার ৯৬ জন।

এর আগে গত দুই সপ্তাহে ঢাবির ২০১৮-১৯ শিক্ষাবর্ষে যথাক্রমে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট ও ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে গত দুই পরীক্ষায় কোনো জালিয়াতি বা অসদুপায়ের তথ্য পাওয়া যায়নি

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন