প্রাথমিকের জন্য স্বতন্ত্র শিক্ষা বোর্ড দ্রুত করার বাস্তবায়ন করার তাগিদ

  02-10-2018 07:31PM

পিএনএস ডেস্ক : প্রাথমিক শিক্ষার জন্য স্বতন্ত্র শিক্ষা বোর্ড বাস্তবায়ন কাজ দ্রুত করার তাগিদ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে আগামী ২০২০-২১ অর্থ বছরের মধ্যে প্রাথমিকের স্বতন্ত্র শিক্ষা বোর্ড বাস্তবায়নের পরিকল্পনার কথা জানানো হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গৃহীত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, আলী আজম ও মোহাম্মদ ইলিয়াছ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ২০১৯ সালের বই ছাপানোর কাজ শেষ হবে। ফলে বছরের প্রথম দিনেই বই পাবে শিক্ষার্থীরা। কমিটির পক্ষ থেকে বই ছাপানোর কাজ নিয়মিত তদারকির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন