রাবিতে কোটা বহালের দাবিতে আদিবাসী শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  08-10-2018 10:11PM

পিএনএস, রাবি সংবাদদাতা : সরকারি চাকুরিতে পাঁচ শতাংশ আদিবাসী কোটা বহালের দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আদিবাসী কোটা রক্ষা কমিটি। সোমবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভ সমাবেশ ও অবরোধ কর্মসূচি পালন করেন। এ প্রতিবেদন লেখা সময় (৭টা) পর্যন্ত কর্মসূচি চলছিলো।

আন্দোলনকারীরা অবরোধ করে আদিবাসী শিক্ষার্থীরা কোটা চাই, মন্ত্রীসভার সিদ্ধান্ত মানি না মানবো না, কোটা কোটা কোটা চাই, আদিবাসী কোটা চাই বলে স্লোগান দেন। এদিকে সড়ক অবরোধের কারনে সড়কে দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে পথযাত্রীদের।

সমাবেশে বক্তারা বলেন, আমরা আমাদের অধিকার চাই। আদিবাসী কোটা আমাদের অধিকার। মন্ত্রীসভা কোটা বাতিলের যে সুপারিশ করেছে তা আমাদেরকে পিছিয়ে দেবে। আমরা পিছিয়ে যেতে চাই না। এ সময় তারা আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা রাখার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।

এর আগে গত শনিবার একই দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আদিবাসী কোটা রক্ষা কমিটি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন