রাবিতে দুই দিনব্যাপী ‘বিতর্ক উৎসবর সমাপনী অনুষ্ঠিত

  12-10-2018 11:24AM


পিএনএস, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীর অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘বিতর্ক উৎসব’ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স’র সম্মেলন কক্ষে এ বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়। ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ ও ‘সিসিডি বাংলাদেশ’ এর সার্বিক সহযোগিতায় ‘ইয়ূথ সার্কেল’ ও ‘গোল্ড বাংলাদেশ’ যৌথভাবে এ উৎসবের আয়োজন করে।

দুই দিনব্যাপী এ বিতর্কে উৎসবে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অপরদিকে রানার-আপ হয়েছেন আরবি বিভাগ। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া।

সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিসিডি) বাংলাদেশের যুগ্ম-পরিচালক শাহানা পারভীন, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তারেক নূর, ‘গোল্ড বাংলাদেশ’র উপদেষ্টা ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. হেলাল উদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক মো. মামুন আব্দুল কাইয়ুম, ‘গোল্ড বাংলাদেশ’র সভাপতি মো. সোহরাব হোসেন এবং ‘ইয়ূথ সার্কেল’র সভাপতি হাফিজ আল আসাদ প্রমুখ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ‘শান্তি’ ও ‘সহনশীলনতার পরিবেশ রক্ষায় ধর্মীয় উগ্রবাদ নির্মুলে বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে মূলত এ বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। গত বুধবার দুপুর আড়াইটা থেকে ডিনস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৬টি বিতার্কিক দল অংশগ্রহণ করেন। সন্ধ্যা পর্যন্ত বিতর্ক উৎসবের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে কোয়ার্টার, সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন