ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিটের পরীক্ষা বাতিল দাবিতে বিক্ষোভ

  18-10-2018 09:42PM

পিএনএস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলসহ চার দাবিতে অনশনরত আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আখতার হোসেনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ছাত্রলীগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। দাবি পূরণে বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছেন তারা। বিবৃতি দিয়েছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আখতার হোসেনের সঙ্গে সংহতি প্রকাশ করে শতাধিক শিক্ষার্থী টিএসসির রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল বের করেন। তাদের দাবিগুলো হলো- 'ঘ' ইউনিটের পরীক্ষা বাতিল করা, পুনরায় পরীক্ষা নেওয়া, প্রশ্ন ফাঁসে অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং জালিয়াতি করে ভর্তি হওয়া ছাত্রদের ভর্তি বাতিল করা।

এর আগে রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের মানববন্ধনে বক্তব্য দেন আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। মূলত তার ছাত্র আখতার হোসেনের সঙ্গে দেখা করতে আসেন তিনি। এ সময় শিক্ষককে দেখে কেঁদে ওঠেন আখতার হোসেন। এ বিষয়ে আসিফ নজরুল বলেন, প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে একটা ছেলে বসে আছে, আমরা কেউ তাকে দেখতে আসছি না। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী রাজু ভাস্কর্যে অনশনরত আখতারকে বোঝাতে থাকেন। এ সময় অসুস্থ বোধ করলে তাকে সবাই ধরে রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে।

প্রক্টর বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়টি আমরা পর্যালোচনা করছি বলে আখতারকে বুঝেয়েছি। উপাচার্য দেশের বাইরে আছেন। সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে বলেছি।

এদিকে বৃহস্পতিবারের মধ্যে পরীক্ষা বাতিলে প্রশাসনকে আলটিমেটাম দিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। দুপুর ১টার দিকে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিলপরবর্তী সমাবেশে এ ঘোষণা দেন পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন।

এর আগে পরীক্ষা বাতিলসহ চার দাবিতে পরিষদের অন্তত পাঁচ শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। 'ঘ' ইউনিটের পরীক্ষা যাচাই-বাছাই সাপেক্ষে পুনরায় নেওয়াসহ চার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগও। এর মধ্যে রয়েছে ভর্তি পরীক্ষা পদ্ধতি পুনরায় সংস্কার করা। এক বিজ্ঞপ্তিতে তারা এ দাবি জানায়। একই দাবিতে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল।

বিবৃতিতে 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার আগেই ফলাফল প্রকাশের নিন্দা জানানো হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশ্ন ফাঁসে যারাই জড়িত থাকুক না কেন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন