পাইকগাছায় প্রথম দিনে অনুপস্থিত ১৮৭ পরিক্ষার্থী

  01-11-2018 05:46PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলায় ১৩টি কেন্দ্র ও ভেন্যুতে জেএসসি/জেডিসি পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরিক্ষায় মোট ৪ হাজার ২৬৬ পরিক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৭৯ পরিক্ষার্থী অংশগ্রহণ করে। মোট পরিক্ষার্থীর মধ্যে ১৮৭ পরিক্ষার্থী অনুপস্থিত ছিল। কেন্দ্র সচিব আবুল হোসেন জানান, সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৮৮ পরিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১২, অজিত কুমার সরকার জানান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৯১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩, হরেকৃষ্ণ দাশ জানান, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির এন্ড কলেজ কেন্দ্রে ৩৭৩ পরিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩, রহিমা আক্তার শম্পা জানান, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৩০৭ পরিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৬, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন জানান, রাড়–লী আরকেবিকে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট ও রাড়–লী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭৮৪ পরিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২৪, উপজেলা সহকারী মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ জানান, গড়ইখালী শহীদ আয়ুব ও মুছা মেমোরিয়াল ডিগ্রী কলেজ ও গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট কেন্দ্রে ৭১১ পরিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১২, সহকারী শিক্ষা অফিসার ইসলামুল হক মিঠু জানান, চাঁদখালী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪২৯ পরিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩, অধ্যক্ষ আজাহার আলী জানান, পাইকগাছা আলিম মাদ্রাসা কেন্দ্রে ৩২৩ পরিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৫৪, একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী জানান, হাবিবনগর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ২৫৭ পরিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩৫, সহকারী শিক্ষা অফিসার তপন কর্মকার জানান, কে ডি শাহাপাড়া ভোকেশনাল কেন্দ্রে ৭১ পরিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৮ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান জানান, পিটিডি সুন্দরবন টেকনিক্যাল ভোকেশনাল কেন্দ্রে ৬২ পরিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৭ পরিক্ষার্থী।

এদিকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরিক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন