ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু ৯ নভেম্বর

  07-11-2018 03:12PM

পিএনএস ডেস্ক :ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (৯ নভেম্বর) শুরু হবে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।

বুধবার (৭ নভেম্বর) দুপুরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ড. শহীদুল্লাহ কলেজ, গার্হস্থ্য অর্থনীতি করেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ এবং লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তারা।

আগামী ৯ নভেম্বর বিকেল ৩টায় বিজ্ঞান ইউনিটের পরীক্ষার মধ্যেদিয়ে শুরু হয়ে, ১০ নভেম্বর (শনিবার) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে বলে এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন