নজরুল বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল

  14-11-2018 10:14PM

পিএনএস, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে 'সি' ইউনিটের পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করায় দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষা চলাচালে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) এরশাদ উদ্দিন। এ সময় পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করায় সুজন কাজী (ভর্তি পরীক্ষার রোল নম্বর-১১১৮৩) ও সাইফুল ইসলাম (ভর্তি পরীক্ষার রোল নম্বর-১১১৮৬)’র পরীক্ষা বাতিল করা হয়।

জাককানবি’র রেজিস্ট্রার মোঃ হুমায়ুন করিব বুধবার বিকেলে এই তথ্য নিশ্চিত করে জানান, ওই দুই পরীক্ষার্থী পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করে পরস্পরের উত্তরপত্রে বৃত্ত ভরাট করার অপরাধে তাদের পরীক্ষা থেকে প্রার্থিতা বাতিল করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের যেকোনো পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশও করেছেন ভ্রাম্যমাণ আদালত বলে আরও জানান তিনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন