ডিমলায় প্রাথমিক ও এবতেদায়ী সমাপনী পরিক্ষায় অনুপস্থিত ৪০৯ শিক্ষার্থী

  18-11-2018 06:51PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: ১৮ নভেম্বর সারা দেশের ন্যায় একযোগে নীলফামারী ডিমলা উপজেলায় ১৮ টি কেন্দ্রে পঞ্চম শ্রেনীর প্রাথমিক শিক্ষা ও এবতেদায়ী সমাপনী পরিক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ১৮ টি কেন্দ্রে মোট পরিক্ষার্থী সংখ্যা ৭ হাজার ৪ শত ৭৩ জন, তন্মধ্যে প্রাথমিক শিক্ষায় ৬ হাজার ৯ শত ৭৩ ও এবতেদায়ী শিক্ষায় ৫ শত জন এর মধ্যে প্রাথমিক শিক্ষায় অনুপস্থিত ৩ শত ২৫, এবং এবতেদায়ী শিক্ষায় ৮৪ জন।

সরেজমিনে উপজেলার নাউতারা নিজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিক্ষা কেন্দ্র কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদুজ্জামান এবং কেন্দ্র সচিব মোঃ নাসির উদ্দিন, সহকারী শিক্ষিকা মোছাঃ ফতেনূর বানু মোঃ মামুনার রশিদ, নাউতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র কর্মকর্তা, উপজেলা ইন্সট্রাক্টর ইউআরসি মোঃ রইছুল ইসলাম প্রামানিক, কেন্দ্র সচিব বিমল চন্দ্র বিশ্বাস, ছাতনাই কলোনী সপ্রাবি কেন্দ্র কর্মকর্তা মোঃ ফিরোজুল আলম, কেন্দ্র সচিব মোঃ আফছার আলী চাঁন, টেপাখড়িবাড়ি ১ নং সপ্রাবি কেন্দ্র কর্মকর্তা শ্রী রামকৃষ্ণ রায়, সচিব মোঃ আঃ করিম খান প্রতিবেদক কে বলেন, অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা শতভাগ ভাল ফল বয়ে নিয়ে আসবে বলে আশা করি। কারণ মানসন্মত শিক্ষা প্রদানে আমরা বদ্য পরিকর।

উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাস উপজেলা বিভিন্ন বিভাগের ভারপ্রপ্ত কর্মকর্তাদের ভূয়সী প্রসংশা করেন এবং তাদের নিষ্ঠাবান দায়িত্ব পালনে বলেন, অত্র উপজেলার ১৮ টি কেন্দ্রে মনোরম ও নিড়িবিলি পরিবেশে অনুষ্ঠিতব্য প্রথম দিনের ইংরেজী পরীক্ষায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবং অবশিষ্ট পরীক্ষাগুলোও সুষ্ঠভাবে সম্পন্ন হবে বলে আশা করছি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন