বিকালে ঢাবির 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল

  19-11-2018 03:33PM


পিএনএস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির পুনঃভর্তি পরীক্ষার ফল করা হবে আজ সোমবার। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের প্রথমবারের ভর্তি পরীক্ষা বাতিল হয় প্রশ্নফাঁসের অভিযোগের পর আইনি জটিলতায়।

আজ বিকাল ৫টায় ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে ফের পরীক্ষা নেয়া হয়। গত শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘ঘ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এক হাজার ৬১৫ আসনের বিপরীতে ১৮ হাজার ৪৬৩ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এর আগে ১২ অক্টোবর বেলা ১০টায় ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। টানা তৃতীয়বারের মতো ইউনিটটির ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) ফল প্রকাশ করা হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন