২৪ নভেম্বর রাবিতে যাচ্ছেন আতিউর রহমান

  21-11-2018 04:26PM

পিএনএস, রাবি প্রতিনিধি : ‘তরুণরাই আগামীর বাংলাদেশ’শীর্ষক আলোচনা সভায় অংশ নিতে আগামী ২৪ নভেম্বর (শনিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর আতিউর রহমান। শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে তিনি উপস্থিত থাকবেন । বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড লিংকআপ এ আলোচনা সভার আয়োজন করে। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওয়াল্ড লিংকআপ সভাপতি মাসুম বিল্লাহ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুম বিল্লাহ বলেন, ‘আলোচনা সভায় বিশেষ বক্তা থাকবেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, প্রধান অতিথি থাকবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান প্রমুখ।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আসমা সুলতানা সূচি, সুমাইয়া রহমান, আফসানা প্রমুখ।

প্রসঙ্গত, ওয়ার্ল্ড লিংকআপ সংগঠনটি ২০১৬ সালের ৮ই আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার(এসডিজি) ১৭টি গোলের মধ্যে ১৩টি গোল নিয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।’

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন