জাবিতে পাখি মেলা আগামী ১১ জানুয়ারি

  23-11-2018 06:49PM

পিএনএস, জাবি প্রতিনিধি : পাখির সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণে গণসচেতনতা বাড়াতে,‘পাখ-পাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন’ স্লোগানকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) তে অনুষ্ঠিত হতে চলেছে পাখি মেলা। আগামী বছরের শুরুতে (১১ জানুয়ারী) অনুষ্ঠিত হবে এই মেলা।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ওপাখি মেলার আহ্বায়ক মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০০১ সাল হতে ধারাবাহিকভাবে এ পাখি মেলার আয়োজন করে আসছে বিশ^বিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার।তারই ধারাবাহিকতায় আগামী ১১ জানুয়ারিশুক্রবার পাখিমেলার আয়োজন করা হয়েছে।

এবারের পাখিমেলায় দিনব্যাপি আয়োজনের মধ্যে থাকছে, আন্তঃবিশ^বিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখির আলোকচিত্র ও পত্র-পত্রিকা প্রদর্শনী, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ।অডিও-ভিডিওর মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা ও পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন