আরও তিন মাধ্যমিক বিদ্যালয় সরকারি হলো

  25-11-2018 06:05PM

পিএনএস ডেস্ক :সরকারের নীতিগত সিদ্ধান্তে জাতীয়করণ (সরকারি) হলো দেশের বিভিন্ন জেলার আরও ৩টি মাধ্যমিক বিদ্যালয়।

রবিবার (২৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে আরও ৩০০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। এ নিয়ে বর্তমান সরকারের মেয়াদে মোট ৩০৩টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হলো।

সরকারি হওয়া বিদ্যালয় তিনটি হলো লালমনিরহাটের আদিতমারী উপজেলার আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজ, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী মাধ্যমিক বিদ্যালয় এবং মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু করে সরকার। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে ৩২৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন