শেকৃবিতে ভর্তি জালিয়াতির দায়ে আটক ৪

  07-12-2018 09:33PM

পিএনএস ডেস্ক : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে জালিয়াতির দায়ে ৪ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর ১৫ টি কেন্দ্রে এ পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

আটক পরীক্ষার্থীরা হলেন- ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার হামিদুর রহমানের ছেলে মো. ইকবাল মাহাবুব, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মো. রবিউল ইসলামের মেয়ে মোছা. রাশিদা আক্তার রজনী, বাজশাহীর জিতেন পালের ছেলে জয় পাল, ঢাকার কেরানি পাড়ার মো. মহিউদ্দিন খানের ছেলে মাহিম খান।

আটক হওয়া মাহিম খান জানান, ‘তিনি ভর্তি হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম অয়নবের সঙ্গে চুক্তিবন্ধ হন।’

ভর্তি পরীক্ষার্থী শাকিলা আক্তার বলেন, ‘অনেক জায়গায় পরীক্ষা দিলাম এখন পর্যন্ত কিন্তু এরকম নিরাপত্তা ব্যবস্থা আমি দেখিনি, এ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ। অন্যান্য জায়গায় পরীক্ষার আগেই শুনতাম প্রশ্ন ফাঁস হয়েছে, কিন্তু এখানে এমন কোন কিছুই শুনিনি আমি । বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা জান্নাত চৌধুরী জানান শেকৃবি পরিবার একটি সুষ্ঠু সুন্দর পরীক্ষা উপহার দিতে সক্ষম হয়েছে, কেউ কোন অভিযোগ উঠাতে পারেনি , যা আমাদের জন্য গর্বের।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সেকেন্দার আলী বলেন, ‘শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের সময় মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে ব্যবহার বাধ্যতামূলক ছিল। এর মধ্যে তিনজন শিক্ষার্থী মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে ব্যবহার সময়ই ইলেক্ট্রনিক ডিভাইস সহকারে ধরা পড়ে।’
আরো পড়ুন: পাবনায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিশোর খুন

তিনি আরও বলেন, ‘পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস ও ফোন নিষিদ্ধ থাকা সত্ত্বেও এক শিক্ষার্থী এর মাধ্যমে উত্তরপত্র সংগ্রহ করা চেষ্টা করেছিল। তাই আমরা তাকেসহ চারজনকে আটক করেছি। এদের কাছ থেকে মূল্যবান তথ্য পাওয়া গেছে। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, ট্রেজারার অধ্যাপক মো. আনোয়ারুল হক বেগসহ চারটি টিম পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন। ভর্তি পরীক্ষা ফলাফল এবং ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sau.edu.bd -এ পাওয়া যাবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন