রাবিতে বেগম রোকেয়া দিবস পালিত

  09-12-2018 08:04PM

পিএনএস, রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও সমাবেশ করেছে রাজশাহী ইউনিভার্সিটি ড্রামা এসোসিয়েশন’র (রুডা) ।

রোববার বেলা এগারটার দিকে রাকসু ভবনের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন বলেন, ঊনবিংশ শতকে নারীরা ভোগ্যপণ্য হিসাবে ব্যবহৃত হতো। শিক্ষা দীক্ষায় তাদের কোন অধিকার ছিল না। নারীদের ঘরকুনো করে রাখা হতো। বেগম রোকেয়া সেখান থেকে বাংলার মুসলিম নারীদের জন্য সমধিকার আদায়ের জন্য আন্দোলন করে গেছেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া পদক চালুর জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলামসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া দিবসটি উপলক্ষে সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে রুডার ৬৫তম প্রযোজনা নাটক ‘মঙ্গাকাহিনী’ মঞ্চায়িত করা হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন