জাবিতে তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু

  15-12-2018 08:46PM

পিএনএস, জাবি প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিজয় মেলার আয়োজন করা হয়েছে। জাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন আজ শনিবার (১৫ ডিসেম্বর) জাবির উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী ভাষণে উপাচার্য সকলকে বিজয়ের শুভেচ্ছা জানান। এছাড়া তিনি দেশের উন্নয়নের গতিকে অব্যাহত রাখতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধেরচেতনার পক্ষকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে জাবি ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল ইসলাম।

তিন দিনব্যাপী এ মেলায় রয়েছে পোড়া মাটির গহনা প্রদর্শনী। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যসহ স্টল সাজিয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন