শীতার্তদের পাশে দাঁড়ালো জাবি শিক্ষার্থীরা

  15-12-2018 09:34PM

পিএনএস, জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এবছরের শুরুর দিকে তাদের আগমন। এইটুকু সময়ের মাঝেই ক্যাম্পাসবাসী সকলের প্রশংসা কুড়িয়েছে এসকল শিক্ষার্থীরা। তরুণ, মেধাবী এই শিক্ষার্থীরা আর্ত-মানবতার সেবায় নিজেদের বারবার প্রমাণ করেছে। বলছিলাম জাবির সর্বকনিষ্ঠ ৪৭তম আবর্তনের শিক্ষার্থীদের কথা।

দেশের বিভিন্ন্ প্রান্তের অসহায় মানুষদের সহায়তা, জাবি ক্যাম্পাসে রিকশাচালকদের বর্ষায় রেইনকোট বিতরণসহ নানা সামাজিক কাজে গেছে এসকল শিক্ষার্থীদের।

যার ধারাবাহিকতায় এবার তাদের দেখা গেল শীতার্তদের পাশে। আজ শনিবার (১৫ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার আমতলীরচরে শীতবস্ত্র বিতরণ করে জাবির এ শিক্ষার্থীরা।
এসময় স্থানীয় স্কুলের শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের এরকম কার্যক্রমকে সাধুবাদ জানান।

এ বিষয়ে জানতে চাইলে জাবির সরকার ও রাজনীতি বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী রাহাত খান বলেন, ‘এর আগেও আমরা সুবিধাবঞ্চিতদের কল্যাণে কাজ করেছি। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমরা অসহায় মানুষদের মুখে যে হাসি দেখতে পেয়েছি তা আমাদের বড় প্রাপ্তি।’

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন