চাঁপাইনবাবগঞ্জে সুষ্ঠভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন

  02-02-2019 02:51PM


পিএনএস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবারের পরীক্ষায় জেলার ৫টি উপজেলায় ২৮টি কেন্দ্রে ২০ হাজার ৯’শ ৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

এবার জেলার ৫টি উপজেলায় ২’শ ৪১টি মাধ্যমিক বিদ্যালয়, ১’শ ৩৩টি দাখিল মাদ্রাসা, ১টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টেক্সটাইল) ও মাধ্যমিক কারিগরি ভোকেশনাল ইন্সটিটিউট এবং দাখিল ভোকেশনালে ২০ হাজার ৯’শ ৬৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদরে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার ৭টি কেন্দ্রে ৬০৯২ জন, গোমস্তাপুরের ৭টি কেন্দ্রে ৩৭২৬ জন, শিবগঞ্জের ৫টি কেন্দ্রে ৭৬৭৫ জন, নাচোলের ৫টি কেন্দ্রে ২০৪৪ জন ও ভোলাহাটের ৪টি কেন্দ্রে ১৪২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ উঁরাও, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ইকবাল হোছাইন, পরিদর্শক দলের সদস্য ড. মাযহারুল ইসলাম তরু, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল লতিবসহ অন্যান্য কর্মকর্তা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষা কেন্দ্রের সচিব তরিকুল ইসলাম জানান, প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় রাখা হয়েছে। আজ প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠভাবে শেষ হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন