বাকৃবি’তে ‘মাছের রোগের পূর্বাভাস নির্ণয় ও প্রশমনের উপায়’শীর্ষক দিনব্যাপি কর্মশালা

  07-02-2019 10:30PM

পিএনএস, ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)‘মাছের রোগের পূর্বাভাস নির্ণয় ও এর প্রশমনের উপায়’শীর্ষক দিনব্যাপি এক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আয়োজিত ‘মাছের রোগের পূর্বাভাস নির্ণয় ও এর প্রশমনের উপায়’ শীর্ষক দিনব্যাপি ওই আন্তর্জাতিক কর্মশালায় স্বাগত বক্তব্যে রাখেন গবেষণা প্রকল্পের বাংলাদেশ অংশের প্রধান গবেষক অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক।

স্বাগত বক্তব্যে তিনি বলেন,‘পুকুরের পানিতে দিনের বেলায় পর্যাপ্ত অক্সিজেন থাকলেও রাতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ শূণ্যের কোঠায় নেমে যাওয়ায় মাছের নাজুক অবস্থার সৃষ্টি হয়। এসময় মৎস্য খামারীরা পানিতে অক্সিজেনের পরিমাণ না বাড়িয়ে বিভিন্ন রকমের ঔষধ ও অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকে। ফলে পুকুরের পরিবেশ ও মাছের স্বাস্থ্যের অবনতি ঘটে। তাই যান্ত্রিক পদ্ধতিতে পুকুরের পানির দ্রবীভুত অক্সিজেন বাড়ালে সমস্যার দ্রুত সমাধান সম্ভব।’

এসময় তিনি আরও বলেন, ‘মাছের সুস্থতা ও স্বাভাবিক অবস্থার জন্য পুকুরের তাপমাত্রা, পিএইচ এবং অক্সিজেনের আদর্শ মাত্রার পরিবর্তন হলে মাছ সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে। পুকুরের এসব নিয়ামক আধুনিক প্রযুক্তিতে তৈরী ডিজিটাল লগারের মাধ্যমে খুব সহজেই নির্ণয় করা যায়। উন্নত দেশগুলোতে ডিজিটাল লগার ব্যবহার করে মাছের সার্বিক পরিবেশ ও রোগ নির্ণয় করা হলেও বাংলাদেশে এই প্রথম ডিজিটাল লগার ব্যবহার করে এর সুফল পাওয়া গেছে। খামারী পর্যায়ে এর ব্যবহার করতে পারলে ভবিষ্যতে মাছ উৎপাদনের ক্ষেত্রকে আরো বেগবান করা সম্ভব হবে।’

দিনব্যাপি ওই আন্তর্জাতিক কর্মশালায় এছাড়াও প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করতে গিয়ে যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চার্লস টেইলার ‘বাংলাদেশ থেকে সংগ্রহকৃত মাছ, পুকুরের পানি ও কাদার বিভিন্ন নমুনার পরীক্ষাকৃত তথ্য ও হিস্টোলজিক্যাল ফলাফল তুলে ধরেন।

বাকৃবি’র মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে দিনব্যাপি ওই আন্তর্জাতিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জসিমউদ্দিন খান, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার, ওয়ার্ল্ড ফিশের কান্ট্রি ডিরেক্টর ড. ম্যালকম ডিক্সন এবং ভারতের তামিলনাড়– ড. জে জয়ললিতা ফিশারিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কল্যানুর রিজি জন প্রমূখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন