জাবিতে 'ইচ্ছা'র আহ্বায়ক কমিটি ঘোষণা

  28-04-2019 05:04PM






পিএনএস, জাবি প্রতিনিধিঃ ইতিহাস বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী নুরুজ্জামান শুভকে আহ্বায়ক ও ইতিহাস বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মামুনুর রশিদকে সদস্য সচিব করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সামাজিক সংগঠন ‘ইন্সপায়ার কেয়ার এন্ড কাল্টিভেট হিউম্যান এইড’ (ইচ্ছা) এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মতিউর রহমান আপেল, মো:ফেরদাউস হোসেন, সাবরিনা হোসেন পিংকি, ফারহানা মৌ, আবু হাসিব, জান্নাতুল ফেরদাউস, তানিয়া আক্তার আশা, সুলতান মাহমুদ, কুলসুম, তানিয়া রহমান, প্রাণ বল্লভ সরকার, রবিন, সুবর্ণা সিকদার বৃষ্টি, সিফাত ফাতেমা দীন, ৪৬তম ব্যাচের রাকিব খান, আশা আক্তার, ফারজানা ইসলাম, যারিন তাসনিম, বিধান কুমার, ৪৭তম ব্যাচের রেবেকা আহমেদ রকসি, রেবেকা সুলতানা রিয়া, সামিউল ইসলাম রাকিব, আব্দুল্লাহ সুজন, আরাফাত হোসেন, তামান্না ইসলাম দোলা, জান্নাতুল ইসলাম টনি,সাকিব হাসান স্বরণ।
এছাড়া সদস্য হিসাবে আছেন মেহেদী হাসান তাজ, মো:খালেদ সাইফুল্লাাহ্ ও মো:ওয়াসিম হোসাইন।

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড.তারেক রেজা, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ আবু তোয়াব শাকির ও ইতিহাস বিভাগের প্রভাষক নাছিমা হামিদ।
উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বরে জাবিতে ১৮-১৯ সেশনে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের মোবাইল, ব্যাগ ইত্যাদি বিনামূল্যে রাখার মধ্য দিয়ে ‘ইচ্ছা’র যাত্রা শুরু হয়। এরপর ২০১৮ সালের ২৪ ডিসেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শীতবস্ত্র বিতরণ, ২১শে ফেব্রুয়ারিতে তরী’র বাচ্চাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং সম্প্রতি ‘‘প্রজন্মের মুক্তিযুদ্ধ ভাবনা” শীর্ষক সেমিনারের আয়োজনসহ নানাবিধ সামাজিক কাজ করে থাকে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন