পাশের হারে শীর্ষে রাজশাহী শিক্ষাবোর্ড

  06-05-2019 01:34PM

পিএনএস ডেস্ক : এসএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হারে শীর্ষে অবস্থান করছে রাজশাহী শিক্ষাবোর্ড। এ বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ, যা গতবার ছিল ৮৬ দশমিক শূন্য ৭ শতাংশ।

সোমবার (৬ মে) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবারের পরীক্ষায় এসএসসিতে ৮২ দশমিক ৮০ শতাংশ, মাদ্রাসায় ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ এবং কারিগরিতে ৭২ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

ফলের পরিসংখ্যান থেকে জানা গেছে, রাজশাহী বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ। পাসের হারে সবার নিচে অবস্থান করছে সিলেট বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৮৩ শতাংশ।

এ ছাড়া ঢাকায় পাসের হার ৭৯ দশমিক ৬২, কুমিল্লায় ৮৭ দশমিক ১৬, বরিশালে ৭৭ দশমিক ৪১, যশোর বোর্ডে ৯০ দশমিক ৮৮, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ১১ ও দিনাজপুর বোর্ডে ৮৪ দশমিক ১০ শতাংশ।

এবার রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৭৯৫ পরীক্ষার্থী।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন