জাবিতে ধানের মূল্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন

  13-05-2019 04:00PM

পিএনএস, জাবি প্রতিনিধি : ধানের মূল্য বৃদ্ধিসহ সরকারকে কৃষকের কাছ থেকে নায্য মূল্যে ধান ক্রয়ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

সোমবার (১৩মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা সরকারের নিকট কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্য ধান ক্রয় করার দাবি জানিয়ে বলেন, কৃষক নায্য মূল্য না পেয়ে তার ধানে আগুন ধরিয়ে দিচ্ছে। মণ প্রতি ২০০ টাকা লসে ধান বিক্রি করতে হচ্ছে কৃষককে। ফলে পরিবার নিয়ে অসহায় জীবন যাপন করতে হচ্ছে কৃষককে। অথচ তারা আমাদের অন্নের যোগানদাতা।

এসময় সরকার ও রাজনীতি বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, একজন সচেতন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও একজন কৃষকের সন্তান হিসেবে আজকের এই প্রতিবাদ। কৃষকেরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। তাই আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি সুষ্ঠু নীতিমালার মাধ্যমে ন্যায্য মূল্যে সরাসরি কৃষকের নিকট হতে ধান সংগ্রহ করার জন্য।

ইতিহাস বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বলেন, আমরা চাই,সরকার সুষ্ঠু নীতিমালা করে কৃষকের নিকট থেকে নায্যমূল্যে ধান ক্রয় করতে বাধ্য করুক ব্যবসায়ীদের।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন