বেরোবিতে গ্রীষ্মকালীন ও ঈদ উল ফিতরের ছুটি শুরু, ১ জুন থেকে হল বন্ধ

  16-05-2019 04:11PM

পিএনএস, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গ্রীষ্মকালীন ছুটি এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এক মাস তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এ ছুটি নির্ধারিত হয়েছে বলে জনসংযোগ বিভাগ থেকে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ১৬ মে ২০১৯ থেকে ১৭ জুন ২০১৯ পর্যন্ত মোট এক মাস তিন দিন ক্লাস-পরীক্ষা এবং ১৯ মে থেকে ১৬ জুন পর্যন্ত প্রশাসনিক ছুটি নির্ধারণ করা হয়েছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা, কেন্দ্রীয় লাইব্রেরী, সাইবার সেন্টার এবং মেডিকেল সেবা বন্ধ থাকবে। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষায় সিসি ক্যামেরাগুলো সচল থাকবে এবং অনুমতি ব্যাতীত কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।

এদিকে শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আগামী ১ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তিনটি হল বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জনসংযোগ বিভাগ।

বিশ্ববিদ্যালয় ছুটি শেষে ১৭ জুন প্রশাসনিক এবং ১৮ জুন থেকে ক্লাস-পরীক্ষা কার্যক্রম চালু হবে। একই সাথে তিনটি হলই ১৫ জুন খুলে দেওয়া হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন