এসএসসির ফল পুনর্নিরীক্ষণ: ঢাকায় জিপিএ-৫ পেয়েছে ২৩৭ পরীক্ষার্থী

  01-06-2019 02:45PM

পিএনএস ডেস্ক : এসএসসির ফল পুনর্নিরীক্ষণে ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ২৩৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া নতুন করে পাস করেছে ১৪২ পরীক্ষার্থী।

শনিবার (১ জুন) এসএসসির পুনর্নিরীক্ষণের এই ফল প্রকাশ করেছে ঢাকা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর গণমাধ্যমকে বলেন, মোট ৫৭ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। তারা মোট ১ লাখ ৩৯ হাজার ৩৩১টি উত্তরপত্র পুনঃপরীক্ষণের আবেদন করেছিল। তার মধ্যে ২ হাজার ৮৩ জনের ফল পরিবর্তন হয়েছে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল দেওয়া হয়েছে।

৬ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর নির্ধারিত পদ্ধতিতে পুনর্নিরীক্ষণে আবেদন নেওয়া হয়। তবে এই পুনর্নিরীক্ষণে উত্তরপত্রে প্রাপ্ত নম্বরের যোগ-বিয়োগে কোনো ভুলত্রুটি আছে কি না, সেটা দেখা হয়; খাতা পুনর্মূল্যায়ন করা হয় না। এখন যাদের ফল পরিবর্তন হয়েছে, আবারও একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনের সুযোগ পাবে। এর জন্য সময় নির্ধারণ করা হয়েছে ৩ ও ৪ জুন।

বর্তমানে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম চলছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন